ঝালকাঠি প্রতিনিধিঃ
“তোমার আমার বাংলাদেশে ভোট দিব মিলেমিশে” এই ¯েøাগানকে সামনে রেখে সপ্তম জাতীয় ভোটার দিবস র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে। রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র্যালী বের হয় এবং র্যালীটি শহর ঘুরে একই স্থানে এসে শেষ হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় জেলা প্রশাসক আশরাফুর রহমান প্রধান অতিথি ছিলেন।
বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়। জেলা নির্বাচন অফিসার মোঃ সোহেল সামাদের সভাপতিত্বে এই অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সাকিলা রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন্। অন্যদের মধ্যে ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান, অতিরিক্ত উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ রিয়াজুল্লাহ বাহাদুর, উদ্ভোধন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমান পলাশ, ইসলামীয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ্কাইয়ুম রহমান ও শিক্ষার্থী মাইশা ইসলাম বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে কতিপয় ভোটারের মধ্যে স্মার্ট কার্ড ও নতুন ভোটারের আইডি কার্ড বিতরণ করা হয়েছে।
জেলা প্রশাসক বলেন, সংবিধানের ৩৯নং অনুচ্ছেদ অনুযায়ী প্রত্যেক মানুষের ভোটের অধিকার সাংবাধিনাকি অধিকার অতিতে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত জনগণের মধ্যে ভোটের আগ্রহ সৃষ্টির জন্য একটি গ্রহণযোগ্য ভোটের পূর্বশর্ত। আমাদের দেশে বেশ কিছু নির্বাচনে ইতিপূর্বে ভোটাধিকার প্রয়োগ মানুষ সঠিকভাবে প্রয়োগ করতে পারে নাই। সেই সিথিল হওয়া ভোট প্রয়োগের পদ্ধতিকে আরও শক্তিশালী এবং গঠনমূলক করা এবং মানুষের মধ্যে সচেতনার মধ্যে সৃষ্টির জন্যই এই ভোটার দিবস।