ঝালকাঠি প্রতিনিধিঃ
সঞ্চয় করলে নিজের সমৃদ্ধি একই সাথে দেশের প্রবৃদ্ধি এই ¯েøাগানকে সামনে রেখে সঞ্চয় সপ্তাহ ২০২৪ উপলক্ষ্যে ঝালকাঠিতে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা সঞ্চয় অফিসের কার্যালয়ে বুধবার বিকেল সাড়ে ৩টায় অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেম ও সঞ্চয়ের উপকারিতা সম্পর্কে অবহিতকরণ সভায় জাতীয় সঞ্চয় অধিদপ্তরের সিস্টেম অ্যানালাইসিস্ট মোহাম্মদ এমদাদ উল্লাহ প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন জাতীয় সঞ্চয় অফিসার মোঃ শাহ আলম। অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন জেলা সঞ্চয় অফিসার সাইফুল ইসলাম।
সভায় সঞ্চয় সেবা গ্রহীতারা উপস্থিত ছিলেন এবং তারা বিভিন্ন প্রশ্নের উত্তর খুজে নিয়েছেন। ঝালকাঠি জেলায় এবছর ৫০ কোটি ৩০ লাখ টাকা এবং জুলাই থেকে নভেম্বর ১৪ কোটি ৮৫ লাখ ৮৫ হাজার টাকা সঞ্চয় জমা হয়েছে। ২৬৭জন সঞ্চয় অফিস থেকে এই সঞ্চয়পত্র কিনেছেন।