ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মতুয়া সম্মেলন শেষ হয়েছে । এ উপলক্ষে ঝালকাঠির পুরাতন কলেজ চত্বরে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মন্দির আঙ্গিনায় ৩ দিন ব্যাপী বাৎসিরক হরিনাম মহাযঞ্জানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানের ধারাবাহিকতায় রবিবার রাতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। ইঞ্জিনিয়ার সুজন মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাগর সাধু ঠাকুর।
সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশ বেতার ও টেলিভিশনের শিল্পীদের সাথে ঝালকাঠি স্থানীয় শিল্পীরাও সংগীত পরিবেশন করেন। তবে টেলিভিশন ও বেতার শিল্পীদের মধ্যে দৃষ্টিহীন সূবর্ণ নাগরিক পিজুস কান্তি মন্ডলের সংগীত পরিবেশনা সকলকে অশ্রæসজল করে। তিনি অত্যান্ত বড় গুনি শিল্পী এবং বাশিতে স্পেশালিষ্ট। অন্যদের মধ্যে বেতার শিল্পী সংকর দাস সানু, বঙ্কিম পাল, বাউল শুভ, অনুরাদা ঐশি ও শিশু শিল্পী স্বাধীন দাস সংগীত পরিবেশন করেন।
শনিবার ভোর রাত থেকেই মাঙ্গলিক পূর্জা অর্চনা, মঙ্গলশোভাযাত্রা সন্ধ্যায় সন্ধ্যারতী ও ডংকা কীর্তন, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জীবনাবলম্বনে ধমীয় আলোচনা প্রাতে মাদারীপুরের স¤্রাট সরকার ও পিরোজপুরের উজ্জল সরকাররের মধ্যে কবিগানের লড়াই এবং বরিবার দুপুরে মহোৎসব এবং রাতে বেতার শিল্পীদের পরিবেশনায় ধর্মীয় সংগীত পরিবেশনের কর্মসূচি রয়েছে।