ঝালকাঠি প্রতিনিধিঃ
বিশ্ব জননীর সকল সন্তানের শান্তি ও মঙ্গল কামনায় শ্রী শ্রী নরোত্তম গোস্বামী গুরু মহারাজ এর স্মৃতি রক্ষার্থে ৩১তম বার্ষিকী উপলক্ষ্যে ৭দিনব্যাপী ধর্মীয় উৎসব শুরু হয়েছে।
ঝালকাঠির শ্রী শ্রী রাধাগোবিন্দ অঙ্গনে হরিভক্ত গুরু সংগের সদস্যদের আয়োজনে এই উৎসবে শনিবার থেকে ২৪ প্রহরব্যাপী শ্রী শ্রী হরিনাম সংকীর্তন শুরু হয়েছে।
এই ৬টি সনামধন্য নামকির্তন পরিবেশনকারী সম্প্রদায় বিরতিহীনভাবে হরিনাম সংকীর্তন পরিবেশন করবেন। শ্রী শ্রী নরোত্তম গোস্বামী গুরু মহারাজ ঝালকাঠির রাধা গোবিন্দ মন্দির থেকেই দীর্ঘদিন মন্দির পরিচালনার মধ্য দিয়ে তিনি সিদ্ধি লাভ করেছিলেন এবং এই ব্যক্তি সকল ধর্মের মানুষের কাছে পূজনীয় ছিলো। এই মন্দির অঙ্গনেই তার সমাধি রয়েছে।