ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ, আলোচনা সভা ও মাগফেরাত কামনায় দোয়া মোনাজাতের মধ্য দিয়ে বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে সকাল ১০টায় ঝালকাঠি শহরের পৌর খেয়াঘাট সংলগ্ন বধ্যভ‚মি বেদিতে সরকারের পক্ষে জেলা প্রশাসক আশরাফুর রহমান শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন, পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার উজ্জল কুমার রায়সহ ধারাবাহিকভাবে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকেও শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হয়।
এরপরে জেলা প্রশাসক আশরাফুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় পুলিশ সুপার উজ্জল কুমার রায়, সিভিল সার্জন ডাঃ এইচ এম জহিরুল ইসলাম, জেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যাড. শাহাদাৎ হোসেন ও মুক্তিযোদ্ধা সত্যবান সেনগুপ্ত এবং শহিদ ইমাম বক্তব্য রাখেন।
জেলা প্রশাসক বলেন, দেশকে মেধাশূণ্য করার জন্যই এই বুদ্ধিজীবিদের হত্যা করা হয়েছিল এবং আরও কয়েক হাজার বুদ্ধিজীবির তালিকা করা হয়েছিল কিন্তু তারা সেই সময় আর পায় নাই। তারা নৃশংসভাবে এই বুদ্ধিজীবিদেরকে ধরে এনে পৈচাশিক নির্যাতন করে হত্যা করে রায়ের বাজারের এই বদ্ধভ‚মিতে ফেলে রেখেছিল।