ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির শ্রী শ্রী রাধাগোবিন্দ অঙ্গনে মানুষের মঙ্গল কামনায় ৪৩ দিনের বসন্ত উৎসব শেষ সপÍাহে গুরুনাম কীর্তন পদাবলি কীর্তন সহ ধর্মীয় কর্মসূচির মধ্যে দিয়ে পালন করা হবে ।
বৃহস্পতিবার ভোর থেকে ১৬ প্রহর অথন্ড গুরুনাম কীর্তন শুরু হয়েছে । ৬টি দল ২ দিনব্যাপী বিরতিহীন ভাবে নাম সংকীর্তন পরিবেশন করবে । এবং শনিবার থেকে মঙ্গলবার পূর্যন্ত ২দিন করে ৪ দিন পৃথক ভাবে যশোরে শ্রী মতি কৃষ্ণা রানী পাল ও নওগার মামুদপুর এলাকার শ্রী মতি নন্দিনী হালদার পদাবলী কীর্তন পরিবেশন করবেন ।
৪৩ দিনের বসন্ত উৎসবের বিগত একমাস শ্রীগুরু সংঘের সদস্যদের বাড়িতে শ্রী গুরু সংঘ পালন করা হয়েছে এবং পরবতী ৬ দিন ঝালকাঠির মহামায়ায় সংঘ হয়েছে । অবধূত সংঘের গুরু ভাই-বোন ও ভক্তবৃন্দরা এই অনুষ্ঠানের আয়োজন করেন ।