ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে শিশু অধিকার সপ্তাহ ও বিশ্ব শিশু দিবস ২০২৪ এর উদ্ভোধনী, শিশু সমাবেশ ও আলোচনা সভা রবিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে ও
শিশু একাডেমির সহযোগিতায় এই অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ আশরাফুর রহমান প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার উজ্জল কুমার রায়, সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ কাওছার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন জেলা বিষয়ক কর্মকর্তা মোজাম্মেল হোসেন। আলোচনায় শিশুদের পক্ষ থেকে মেহেজামিন ইসলাম মাইশা বক্তব্য রাখেন। এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম, জেলা তথ্য অফিসার আহসান কবির ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক দিলারা খানম উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি শিশুদের প্রতিভা বিকাশের সদিচ্ছা নিয়ে সকল ধরণের সকল বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার আহŸান জানান। পাশাপাশি শৃঙ্খলা, মানুষের প্রতি সহমর্মিতা, শিক্ষক ও অভিভাবকদের শ্রদ্ধা করা এই সকল গুন অর্জন করে মানুষের মত মানুষ হওয়ার প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ করেন। বক্তাদের কথায় উঠে এসেছে নিজেকে প্রতিষ্ঠিত করার প্রথম শর্ত একজন ভাল মানুষ হওয়া।
সপ্তাহব্যাপী এই কর্মসূচিতে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে কন্যা শিশু ও মা সমাবেশ, বাংলাদেশ শিশু একাডেমির প্রাক-প্রাথমিক ও শিশু বিকাশ কেন্দ্রে শিশুদের ছড়া বলার প্রতিযোগিতা, বিভিন্ন গ্রæপের মধ্যে চিত্রাংকন প্রতিযোগিতা এবং সমাপনী ও পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে।