ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠিতে মহান বিজয় দিবস উপলক্ষ্যে আয়োজিত বিজয় মেলায় মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি ফটো গ্যালারী প্রদর্শন করা হয়েছে। জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার খান এ কলিন্স এর আয়োজন করেন ।
মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষ্যে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এ বিজয় মেলায় ব্যতিক্রম ধর্মী আয়োজন ছিল এই স্টলটি। সোমবার রাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি ফটো গ্যালারী ঘুরে দেখছে নতুন প্রজন্মের ছাত্র জনতা।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি ফটো গ্যালারী এর আয়োজক জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার খান এ কলিন্স বলেন,‘ ফ্যাসিস শেখ হাসিনা সরকার নতুন প্রজন্মকে বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনী এবং তার বর্নাঢ্য রাজনৈতিক জীবন, মহান স্বাধীনতা যুদ্ধে তার অবদান সম্পর্কে যানতে দেয়নি। আমরা নতুন প্রজন্মকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনী, তার কর্মকান্ড এবং স্বাধীনতা যুদ্ধে তার অবনাদ জানানোর জন্য আমার এ আয়োজন।