ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বেলা সাড়ে ১২টায় অনুষ্ঠিত এই সভায় ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান সভাপতিত্বে সভায় সেনাবাহিনীর মেজর শাহারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক কাওছার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সাকিলা রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক তৌহিদুর ইসলাম ও অন্তরা চৌধুরি, ঝালকাঠি সরকারি পুলিশ সুপার এসপি সার্কেল মহিতুল ইসলামসহ মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ বিভিন্ন সরকারি বিভাগের বিভাগীয় প্রধান এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় ২১ ফেব্রæয়ারী ১২.০১ মিনিটে ঝালকাঠি শহিদ মিনারে মাল্যদান, ভোরে খালি পায়ে প্রভাত ফেরীর মাধ্যমে শিক্ষার্থীদের শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।
এদিন সরকারি বেসরকারি ভবন ও অফিস আদালত এবং শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসায়িক প্রতিষ্ঠানসহ বানিজ্যিক প্রতিষ্ঠানে পর্যায়ে জাতীয় পতাকা অর্ধ্বনমিত রাখা হবে এবং সুবিধামত সময় সকল মসজিদ ও মন্দিরের উপসানলয়ে বিশেষ দোয়া ও প্রার্থণা আয়োজন করা হবে। এই অনুষ্ঠানগুলি সঠিকভাবে তত্ত¡াবধায়ন ও পরিচালনার জন্য কয়েকটি উপ-কমিটি গঠন করা হয়েছে। এই দিন পৃথক একটি রক্তদান কর্মসূচিও রাখা হয়েছে।