ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে লকডাউন চলাকালিন সময়ে দোকানপাট, বাসা বাড়ি চুরির উপদ্রপ বেরেছে। ঝালকাঠি জেলা শহরেই গত ৪দিনে ১২টি দোকান চুরির ঘটনা ঘটেছে। বন্ধ দোকানপাট ও বাসাবাড়ির তালা ভেঙ্গে চোর নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও বহনযোগ্য মালামাল নিয়ে যাচ্ছে।
দোকানপাটে নগদ অর্থের পাশাপাশি বহনযোগ্য মালামালের মধ্যে দামি সিগারেট গুলো প্রতি চোরের টারর্গেট।শুক্রবার দিবাগত রাতে রোনালস রোডস্থ মা কনফেকসনারী ও ভ্যারাইটিজ স্টোরে চোর তালা ভেঙ্গে প্রায় ১৫ হাজার টাকার সিগারেট ও দামী চকলেট নিয়েছে।
এর পূর্বে সাধনার মোড়স্থ মামনি হোটেল ও সদর গালর্স স্কুল সংলগ্ন মোতালেব স্টোরে চুরির ঘটনাসহ প্রায় ১২টি দোকান চুরির ঘটনার তথ্য জানা গেছে।ঝালকাঠি থানা পুলিশ জানিয়েছে। কয়েকদিন ধরে বৃষ্টিপাত থাকায় পুলিশের নজরদারী এরিয়ে চোর সুযোগটি কাজে লাগিয়েছে।