ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে রেচিং পিজিয়ন এন্ড ফেন্সিয়ার্স এসোসয়েশন ক্লাবের ২০২০-২০২১ পূর্নাঙ্গ কমিটি পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে শুক্রবার সন্ধায় সংগঠনের সভাপতি এ্যাড. নাসির উদ্দিন কবীরের সভাপতিত্বে পরিচিতি সভায় বরিশাল ব্লাবের মীর ওয়াহেদুর রহমান ও সঞ্জয় বিশ^াস ও ঝালকাঠি ক্লাবের সাধারণ সম্পাদক মো. আল মামুন বক্তব্য রাখেন। ঝালকাঠি এ ক্লাবে ২১ সদস্য বিশিষ্ট কমিটিতে এ্যাড মো. নাসির উদ্দিন কবির সভাপতি, মোঃ আল মামুন পারভেজ সাধারণ সম্পাদক ও জাহিদুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
এছাড়া ৯ সদস্য বিশিষ্ট কমিটিতে জেলা আইনজীবী সমিতির সভাপতি আঃ মান্নান রসুল, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড খান সাইফুল্লাহ পনির, ইউপি চেয়ারম্যান মোবারক হোসেন মল্লিক, ব্যবসায়ী আঃ মান্নান তালুকদার ও ঢাকা এবং বরিশালের মোঃ আলাউদ্দিন স্বপন, মোঃ আনোয়ার হোসেন লিংকন, জামাল হোসেন, মীর ওয়াহেদুর রহমানসহ সঞ্জয় বিশ^াস রয়েছে।