ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মতুয়া সন্মেলন অনুষ্ঠিত হয়েছে । এ উপলক্ষে ঝালকাঠির পুরাতন কলেজ চত্বরে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মন্দির আঙ্গিনায় ৩ দিন ব্যাপী বাৎসিরক হরিনাম মহাযঞ্জানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানের ধারাবাহিকতায় শুক্রবার রাত থেকে মধ্য রাত পর্যন্ত কবি গানের লড়াই হয়েছে।
পিরোজপুর থেকে আগত উজ্জল সরকার সাথে মাদারীপুর থেকে আগত স¤্রাট সরকারের মধ্যে এই কবি
গানের লড়াই হয়েছে। বৈষ্ণব ও মতুয়া সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক বিরোধ ধর্মীয় ক্ষেত্রে বিরোধ রয়েছে। এই দুই সম্প্রদায়ই শ্রী হরিকে তাদের ভগবান জ্ঞানে পূজন করেন। তাহলে মূল বিরোধ কোথায় এ নিয়ে পরস্পর প্রশ্নবানের জবাব দিয়েছেন উভয় কবিয়াল এবং শেষ পর্যন্ত এটাই নির্ধারণ হয়েছে উভয় সম্প্রদায় আরধ্য শ্রী হরি তবে পারিপার্সিক বিগত দিনের আচার অনুষ্ঠানের কারণে এই দুই সম্প্রদায়ের মানুষ ভিন্ন মত পোষন করেন। কিন্তু এখন সেই বিরোধ থাকা উচিত না। শত শত নারী পুরুষ কবি গানের লড়াই উপভোগ করেন।
শনিবার ভোর রাত থেকেই মাঙ্গলিক পূর্জা অর্চনা, মঙ্গলশোভাযাত্রা সন্ধ্যায় সন্ধ্যারতী ও ডংকা কীর্তন, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জীবনাবলম্বনে ধমীয় আলোচনা প্রাতে মাদারীপুরের স¤্রাট সরকার ও পিরোজপুরের উজ্জল সরকাররের মধ্যে কবিগানের লড়াই এবং বরিবার দুপুরে মহোৎসব এবং রাতে বেতার শিল্পীদের পরিবেশনায় ধর্মীয় সংগীত পরিবেশনের কর্মসূচি রয়েছে।