ঝালকাঠি প্রতিনিধিঃ
জিংক সমৃদ্ধ চালের ভাত গ্রহনের মাধ্যমে মানব শরীরে জিংকের চাহিদা পূরনের লক্ষে ধান উৎপাদন, চাল প্রক্রিয়াজাত করণ ও বিক্রেতাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়নে ঝালকাঠেতে রাইস গ্রীন ভ্যালুচেইন এ্যাক্টরস সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৪ জুন সোমবার সকালে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের হলরুমে কৃষক, আড়ৎদার, মিল মালিক, পাইকারি বিক্রেতা ও বিভিন্ন সুপারসপের ব্যাবস্থাপনা পরিচালকদের নিয়ে এ সভার আয়োজন করা হয়। হারভেষ্ট প্লাস বাংলদেশ এর সহযোগীতায় বেসরকারি উন্নয়ন সংস্থা স্বদেশ উন্নয়ন কেন্দ্র সুখ এর আয়োজন করে।
সভায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক মোঃ ফজলুল হক, অন্যান্যের মধ্যে সুখের সম্বনয়কারি মোঃ জাহিদুল আলীম সেলিম প্রমূখ বক্তব্য রাখেন।