ঝালকাঠি প্রতিনিধিঃ
জাতীয় যক্ষা নিরোধ কমিটি ঝালকাঠি জেলা শাখার আয়োজনে সচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় স্থানীয় সানাই কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এই কর্মশালায় ৩৫জন ইমাম -মোয়াজ্জিম অংশগ্রহণ করেছে। জেলা কমিটির সভাপতি এ্যাড. মাহাবুবুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় ঝালকাঠির ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ আবুয়াল হাসান প্রধান অতিথি ছিলেন।
অনুষ্ঠানে ঝালকাঠি সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ হাফিজুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জেলা কমিটির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম তালুকদার স্বাগত বক্তব্য রাখেন। যক্ষা রোগ নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন গড়ে তুলতে ইমাম মোয়াজ্জেমদের ভূমিকা পালনে আহ্বান জানান হয়েছে।