ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে মেয়ের বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় পোনাবালিয়া গ্রামের আবাসন এলাকার নৌকার মাঝি আশ্রাব আলী খান (৬০) এর হাত -পা ও ৬ টি দাঁত ভেঙ্গে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে পিন্টু গাজী ও মিজান গাজী বিরুদ্ধে।
শুক্রবার রাত ৮ টার দিকে নিজ গ্রামে এ ঘটনা ঘটে । আশ্রাব আলী খান বর্তমানে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আশ্রাব আলী খান (৬০) ঝালকাঠি অতুল মাঝি খেয়াঘাটে নৌকা চালিয়ে জীবন জীবিকা নিবাহ করে। দুই মেয়ে এক স্ত্রী নিয়ে আবাসনে বসবাস করেন। মেয়ে ফাতেমা ও স্ত্রী খাদিজা অভিযোগ করে বলেন, পিন্টু গাজী প্রায়ই উক্তাক্ত করে বাবাকে হত্যা করে বিয়ে করার হুমকী দেয়।
এ ব্যপারে ঝালকাঠি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঝালকাঠি থানার ওসি জানান, তদন্ত করে আইনানুযোগ ব্যবস্থা নেয়া হবে ।