ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে মা ইলিশ রক্ষা কার্যক্রমের আওতায় ঝালকাঠি ও কাঠালিয়ায় অভিযানে ৪টি মামলায় ৪ জনকে দন্ডিত করে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিনের নেতৃত্বে ঝালকাঠি সদর উপজেরার চর ভাটারাকান্দা গ্রামের এসহাক আলীর পুত্র ফরিদ হোসেন (২৪), মুঙ্কু দাসের পুত্র মনু দাস (৫২) ৫ হাজার টাকা ১০ হাজার টাকা হয়েছে। এসময় তার সাথে উপজেলা মৎস সম্প্রসারণ কর্মকর্তা জিয়া উদ্দিন উপস্থিত ছিলেন ও উপজেলা পর্যায়ের মৎস্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অন্যদিকে কাঠালিয়ায় অনুরূপ মোবাইল কোর্টের মাধ্যমে ২টি মামলায় ৬ হাজার ১২ হাজার টাকা এবং জব্দকৃত নৌকা নিলামে বিক্রি করে ৫ হাজার টাকাসহ জরিমানা টাকা সরকারি কোষাগারে জমা দেয়া হয়েছে। তবে কাঠালিয়ার জেলেদের নাম ও পরিচয় জানা যায়নি। তবে মৎস্য বিভাগ জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন।