ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির শেখের হাট ইউনিয়নের শীরযুক গ্রামের মানুষিক প্রতিবন্ধি রণজিৎ বিশ^াস(৬০) বাড়ির পাশে গাছের সাথে রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।
শনিবার রাত আনুমানিক দেড়টার সময় রণজিৎ বিশ^াসের পরিবার তাকে ঘরে না দেখতে পেয়ে খোঁকা খুুজিঁ করতে গিয়ে গাছে ঝুলন্ত অবস্থায় পান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃত্যু দেহ উদ্ধার করে এবং এব্যাপরে ঝালকাঠি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করে। রনজিৎ বিশ^াসের ছেলে রতন বিশ^াস জানান তার বাবা ৮ বছর ধরে মানুষিক রোগে ভুগছিলেন এবং ইতোপূর্বেও সে অনেকবার তার জীবননাশে^র চেষ্টা করেছেন।