ঝালকাঠি প্রতিনিধিঃ
২৫ মার্চ গণহত্যা দিবস, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আশরাফুর রহমানের সভাপতিত্ব করেন।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক কাওছার হোসেনের সঞ্চালনায় ঝালকাঠি সেনা ক্যাম্পের মেজর আশফান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট তৌহিদুল ইসলামসহ ডিডি এনএসআই এবং উপজেলা পর্যায়ের সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, মুক্তিযোদ্ধা, সরকারি বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানরা সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে সকল মসজিদ ও মন্দিরে বিশেষ দোয়া মোনাজাত ও প্রার্থণা। রাত ১০টা ৩০ মিনিট থেকে ৩১ মিনিট এই ১মিনিট গুরুত্বপূর্ণ স্থাপনা ছাড়া সকল সরকারি বেসরকারি এবং পারিবারিক পর্যায়ে ১মিনিট বøাকআউট থাকবে এবং এই কর্মসূচিতে সকলকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হয়েছে।
২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে প্রতি বছরের ন্যায় এবছরও ভোরে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা, সরকারি বেসরকারি পর্যায়ে সকল প্রতিষ্ঠান ও পারিবারিক পর্যায়ে জাতীয় পতাকা উত্তোলন, সূর্যদয়ের সাথে সাথে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পূষ্পমাল্য অর্পণ, সকাল ৯টায় ঝালকাঠির পৌর মিনি স্টেডিয়ামে কুচকাওয়াজ, জেলা প্রশাসক কর্তৃক আনুষ্ঠানিক জাতীয় পতাকা উত্তোলন ও সালাম গ্রহণ।
সকাল ১১টায় শিল্পকলা একাডেমিতে মুক্তিযোদ্ধা তাদের পরিবারের সংবর্ধ্বনা, বিকেলে পৌর মিনি স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ, এছাড়া সকল শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা করার নির্দেশনা রয়েছে। শিশু একাডেমি চিত্রাংকন ও দেশাত্ববোধক চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করবে। এই কর্মসূচি বাস্তবায়নের জন্য একাধিক উপ-কমিটি গঠন করা হয়েছে।