ঝালকাঠি প্রতিনিধি:
নানা কর্মসূচির মধ্য দিয়ে ঝালকাঠিতে মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে। আজ ১৬ ডিসেম্বর সোমবার সকাল সাড়ে ৬টায় মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে স্বাধীনতার অমর সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জেলা প্রশাসন আশরাফুর রহমান সহ জেলার সর্বস্তরের মানুষ।
এ সময় পুলিশ সুপার, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বিএনপি, বিভিন্ন রাজনৈতিক দল, ঝালকাঠি প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্ধ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন।
সকাল সাড়ে ৮টায় সার্কিট হাউজ চত্তরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তেলন ও সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক ।
এছাড়াও মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, বিজয় মেলা, শিশুদের চিত্রঙ্কন প্রতিযোগিতাসহ দিনভর নানা কর্মসূচির আয়োজন করেছে জেলা প্রশাসন।