ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ৫জনকে ৪৬০০টাকা জরিমানা করা হয়েছে। এ নিয়ে জুলাই ২০২১ মাসে ১৯২টি ভ্রাম্যমান আদালত পরিচালিত হয় এসময় মাস্ক ও সরাকারি নিতিমালা লঙ্গকারীদের ব্যবসায়ী প্রতিষ্ঠানে বিরুদ্ধে ৫৯৪টি মামলা দায়ের করে ৮০৮জনকে ২লক্ষ ৯৪হাজার ৮৫০ টাকা জরিমান করা হয়েছে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজবির হোসেন, মো.আরিফুজ্জামান, আবু মুসা, মিলন চাকমা, মং এছেন, সায়েম ইমরান, অংচিং মারমা ভ্রাম্যমান এই আদালতগুলো পরিচালনা করেছেন।