ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ আশরাফুর রহমান প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান।
সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ কাওসার হোসেন। স্বাগত বক্তব্য ও মাল্টিমিডিয়ায় এই আইন বিষয়ে অবহিত করেন সহকারী পরিচালক ভোক্ত অধিকার সংরক্ষন অধিদপ্তর সাফিয়া সুলতানা। জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহযোগিতায় এই সেমিনারে বাজার মনিটরিংয়ের পরিসংখ্যান দেয়া হয়েছে। গত ৬ মাসে ৪৬টি অভিযানে ১১১টি প্রতিষ্ঠানকে জরিমানার আওতায় এনে ৪ লাখ ৫৯ হাজার টাকা অর্থ দÐ করা হয়েছে।
সেমিনারে মূল বিষয়ের উপরে আলোচনা করে ক্যাব ঝালকাঠির সভাপতি ইলিয়াস সিকদার ফরহাদ এবং এই সংগঠনের পক্ষ থেকে এ্যাড. সাকিনা আলম লিজা, মোঃ আল আমিন বাকলাই, প্রশান্ত দাস হরি, সাইদুর রহমান সেন্টু, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আক্কাস সিকদার, ব্যবসায়ী জয়ন্ত সাহা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী রাইয়ান বক্তব্য রাখেন। সভায় বিদ্যুৎ বিভাগের ভ‚য়া বিলের মাধ্যমে ভোক্তারা প্রতারিত, পণ্য বিক্রেতারা ভোক্তাকে তাদের ক্রয়মূল্য না দেখানো, ঔষুধ কোম্পানি মাসে মাসে ঔষুধের মূল্য বৃদ্ধি করে ক্রেতাকে বিপর্যস্ত করাসহ ভোক্তারা একাধিক বিষয়ের আলোচনা করেন।
জেলা প্রশাসক আশরাফুর রহমান বলেন, বাজার ব্যবস্থার মধ্যে ঘাপটি মেরে বসে থাকা সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভোক্তাদের স্বার্থ সংরক্ষন করাই সরকারের কাজ এবং সেই কারণে মধ্যস্বত্বভোগীদের কারণে ভোক্তারা ক্ষতিগ্রস্থ হচ্ছে। তিনি আরও বলেন অধিক লাভের বিষয়টি ভুলে গিয়ে নৈতিকতা ও সততাকে বাজার ব্যবস্থায় প্রতিষ্ঠিত করা না হলে ভোক্তারা প্রকৃতভাবে কোন সুফল পাবে না।