ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে প্রথমবারের মত ভিডিপি দিবস র্যালী, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়েছে। জেলা আনসার ও ভিডিপি কার্যালয় সকাল ১০টায় ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান প্রধান অতিথি ও পুলিশ সুপার উজ্বল কুমার রায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্ভোধন করেন এবং জেলা প্রশাসক র্যালীতে নেতৃত্ব দেন।
উদ্ভোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক আশরাফুর রহমান ও পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় আনসার ভিডিপি দিবসের সফলতা কামনা করে বক্তব্য রাখেন এবং জেলা আনসার কমান্ড্যান্ট প্রদীপ চন্দ্র দত্ত স্বাগত বক্তব্য রাখেন। র্যালী শেষে আনসার ভিডিপি সদস্যরা স্বেচ্ছায় রক্ত দান করেন।
জেলা প্রশাসক তার বক্তব্যে বলেছেন, আনসার ভিডিপি দেশের সেবায় কাজ করছে এবং বিভিন্ন সময়ে তারা তাদের সহযোগিতার কারণে দেশের সমস্যা সমাধানে সহজ হয়েছে। তিনি আনসার ভিডিপির সাফল্য ও ভবিষ্যৎ সকল ধরণের কাজে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।