ঝালকাঠি প্রতিনিধিঃ
বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ, তরুন-তরুনীদের স্বাস্থ্য ভাবনা এবং ব্রেস্ট ও জরায়ুমুখের ক্যান্সার বিষয়ক সচেতনতা সৃষ্টিতে বিজয়ের উল্লাসে তারুন্যের উচ্ছাসে শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মঙ্গলবার সকাল ১০টায় এই সভায় ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার উজ্জল কুমার রায়, সিভিল সার্জন ডাঃ এইচ এম জহিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক কাওছার হোসেন। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ তৌহিদুল ইসলাম।
জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে এই সভায় জেলা তথ্য অফিসার মৃদুল চৌধুরী কনক স্বাগত বক্তব্য রাখেন। এছাড়াও সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ মোস্তাফিজুর রহমান বক্তব্য রাখেন। সভায় জানানো হয় বাংলাদেশে নারীদের মধ্যে জরায়ু ক্যান্সার ও ব্রেস্ট ক্যান্সার আক্রান্তের হার সবচেয়ে বেশি। নারী ও তাদের পরিবারের মধ্যে অসচেতনার কারণে এই সব বিষয়ে লুকিয়ে রাখার ফলে যে সময় এই রোগটাকে বড় আকারে দেখা দেয় তখন তারা চিকিৎসকের পরামর্শ নেয় যদিও সেই পর্যায়ে এসে চিকিৎসকের চিকিৎসা করা তাদের নাগালের বাহিরে চলে যায়। জরায়ু মুখের ক্যান্সারের ক্ষেত্রে বাল্য বিবাহ এই দুটি কারণেই এই দুটি রোগে নারীদের মৃত্যু ঘটে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেছেন, আমরা এই রোগ প্রতিরোধে সচেতন হব এবং আমাদের সচেতনতাই পারে আমাদেরকে সুরক্ষা দিতে। মনে রাখতে হবে আগামী দিনের বাংলাদেশে নেতৃত্ব দিবে এদেশের তরুন তরুনীরা সুতরাং তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করাই এখন সবচেয়ে জরুরী কাজ।