ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলায় ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির আওতায় “আনলকিং ফিন্যান্সিয়াল সল্যুশন ফর ইয়ুথ ইন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পটি সোমবার বিকেলে পরিদর্শন করেন ঝালকাঠি সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ফারহানা ইয়াসমিন। প্রকল্পটি মূলত অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের প্রশিক্ষণের মাধ্যমে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে উচ্চতর উৎপাদনশীলতা ও অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করা এবং তরুণ তরুণীকে অর্থ সংস্থানের উৎসগুলোর সাথে সংযুক্ত করা।
উপজেলা নির্বাহী অফিসার প্রশিক্ষনার্থীদের সাথে মতবিনিময় করেন এবং তাদের অভিজ্ঞিতা শোনেন। প্রশিক্ষনার্থীরা জানান তারা গত ৩ মাসে ১১ টি ক্লাসের মাধ্যমে মেন্টরিংয়ের মাধ্যমে উদ্যোক্তা হবার জন্য প্রশিক্ষণ গ্রহণ করে আত্মবিশ্বাসী হয়েছেন এবং নতুন ব্যবসায় আগ্রহী হয়েছেন। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার তাঁর বক্তব্যে বলেন, এই প্রশিক্ষণ প্রশিক্ষণার্থীদের মাঝে আশার সঞ্চার করবে এবং তারা যাতে প্রশিক্ষণ শেষে সফল উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করেন এই আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে তিনি প্রশিক্ষণার্থীদেরকে সনদ তুলে দেন। এছাড়াও ব্র্যাক অফিস পরিদর্শনকালে আল্ট্রা-পুওর গ্র্যাজুয়েশন কর্মসূচির ৩ জন শ্রবণ প্রতিবন্ধীর হাতে হিয়ারিং এইড মেশিন তুলে দেন যার ফলে তারা এখন নতুন করে শোনার সুযোগ পাবেন৷ অনুষ্ঠানটি সমন্বয় করেন ব্র্যাক জেলা সমন্বয়ক, ঝালকাঠি রিসান রেজা মো: সাহেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন ইলেন বিশ্বাস, অসীম কর্মকার, এসিস্ট্যান্ট ম্যানেজার মলি বেগম, মিজানুর রহমান, আল আমিন, কাওসার হোসেন।