ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি শিল্পকলা একাডেমি মিলনায়তনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্যদের সাথে ঝালকাঠি জেলার শহিদ ও আহত পরিবারের সাথে সাক্ষাত এবং ঝালকাঠির আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠির উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন এই অনুষ্ঠানে উপস্থিত থেকে তাদের সাথে একাত্মতা ঘোষনা ও বক্তব্য রাখেন।
রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ঝালকাঠির মোঃ রিফাত, আবির হোসেন, ইপ্তি এবং নিহত সেলিম তালুকদারের স্ত্রী সুমি আক্তার বক্তব্য রাখেন। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমন্বয়কদের মধ্যে এম এ সাঈদ, ইব্রাহিম মাহামুদ, সাব্বির উদ্দিন রিয়ন, আসিফ খান, জাহিদ আহসান মতবিনিময় সভায় বক্তব্য রাখেন। তারা সকলেই জুলাই-আগস্ট বিপ্লবে ছাত্র জনতার স্প্রীটকে ধরে রাখার আহŸান জানান এবং কোন ক্রমেই যাতে নিজেরে মধ্যে ঐক্য সুসংহত থাকে তার উপরে গুরুত্ব আরোপ করেন।
তারা সতর্ক করে দেন ঐক্যবদ্ধ না থাকলে জুলাই-আগস্ট গনঅভ্যুত্থানের সুফল হাত ছাড়া হয়ে যেতে পারে। তাদের মতামত স্পষ্ট করেন সম্পূর্ণ সংস্কার ছাড়া কোন নির্বাচন নয়। এরপূর্বে তারা ঝালকাঠির নলছিটি উপজেলায় শহিদ সেলিম তালুকদারের বাড়িতে যান এবং তার অন্তসত্তা স্ত্রীর খোজখবর নেন। কেন্দ্রীয় ছাত্র আন্দোলনের সমন্বয়করা জানিয়েছেন, জুলাই- আগস্ট বিপ্লবে নিহত ও আহতদের সকল ধরণের দায়বদ্ধতা আমাদের। অনুষ্ঠান সঞ্চালনা করেন খালেদ সাইফুল্লাহ।