ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলার নদ নদীতে মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ বেহুন্দি জাল, কারেন্ট জাল, মশারী জাল, চট জাল, টং জাল ইত্যাদি জালের ব্যবহার বন্ধে বিশেষ কম্বিং অপারেশন ২০২৫ পরিচালনা সংক্রান্ত জেলা ট্রাস্কফোর্স কমিটির প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১ টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় জেলা প্রশাসক মোঃ আশরাফুর রহমান সভাপতিত্ব করেন। জেলা প্রশাসন ও মৎস্য বিভাগের আয়োজনে এই সভায় বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি সেনা ক্যাম্পের অধিনায়ক ল্যাফ. কর্ণেল এ. এস এম তৌহিদুল ইসলাম পিএসসি, পুলিশ সুপার উজ্জল কুমার রায় মেজর এস এম মোস্তফা কামাল, অতিরিক্ত জেলা প্রশাসক তৌহিদুল ইসলাম, উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ ও সরকারি বিভিন্ন বিভাগের প্রধানগন উপস্থিত ছিলেন।
জেলা মৎস্য অফিসার মোঃ রবিউল ইসলাম এ ব্যাপারে স্বাগত বক্তব্য রাখেন। আগামী ২১ জানুয়ারী থেকে ২৮ ফেব্রæয়ারী পর্যন্ত পুলিশ, নৌপুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে নদীতে এই অভিযান পরিচালনা করা হবে। একই সাথে এই কর্মসূচির আওতায় ঝাটকা নিধর রোধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, সরকারি স্বার্থ সংরক্ষন করা সকলেরই দায়িত্ব এবং যারা এই কাজ করবে না তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখা হবে। তিনি এই ব্যপারে সকলের সহযোগিতা কামনা করেছেন।