ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে ৩দফা দাবিতে বেসরকারি স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। মঙ্গলবার সকাল ১০টায় ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখ সড়কে মানববন্ধন চলাকালে আনিছুর রহমান পলাশ, মোসলেম আলী সিকদার, আকছেদ আলী খন্দকার, মাওলানা গোলাম মোস্তফা, কাজী আব্দুস সবুর, হারুন অর রশিদ, মাওলানা আসাদুজ্জামান ও গোলাম রাব্বানী বক্তব্য রাখেন।
বক্তারা বৈষম্য দূরীকরণের মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ, জাতীকরণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি মাধ্যমিক স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের জন্য দাবি জানানো হয়েছে।
বক্তরা বলেন, মাধ্যমিক স্তরের শিক্ষা ব্যবস্থায় ৯৭% বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানগুলি জাতীয়করণ করা অত্যান্ত জরুরী। শিক্ষার সকল স্টকহোল্ডারদের প্রাণের দাবি মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ। অন্যদিকে শিক্ষা প্রশাসনে দীর্ঘ ৩১ বছরের অভিজ্ঞতাসম্পন্ন শিক্ষকদের জেলা ও উপজেলা পর্যায়ে শিক্ষা অফিসার হিসেবে নিয়োগ পদায়ন করা। দ্রæত পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করতে একটি শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবী জানানো হয়েছে।