ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপিত হয়েছে। সোমবার বেলা ১২টায় এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা এবং জয়িতাদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। নারীদের নিয়ে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে র্যালি বের হয় এবং র্যালিটি শহর ঘুরে জেলা প্রশাসক কার্যালয় এসে শেষ হয় । র্যালি শেষে জেলা
প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ আশরাফুর রহমান প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার উজ্জল কুমার রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাকিলা রহমান ও অতিরিক্ত জেলা প্রশাসক অন্তরা হালদার উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন। সভাপত্বি করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ কাওসার হোসেন। অন্যদের মধ্যে স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিলারা খানম ও জয়িতা সম্মাননা প্রাপ্ত রওশনারা ।
সভায় জেলা পর্যায়ে অর্থ নৈতিক সাফল্য অর্জনকারী ক্যাটাগরিতে মোসাঃ নাসরিন, শিক্ষা ও চাকুরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী তাসলিমা বেগম সফল জননী নারী মোঃ রওশন আরা ও নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যামে জীবন শুরু করেছেন যে নারী মোসাঃ ফাতেমা খানমকে ক্রেস্ট প্রদান করা হয়েছে এবং সদর উপজেলা সাফল্য অর্জনকারী নারী আসমা বেগম, সফল জননী নারী মোসাঃ রওশন আরা নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যামে জীবন শুরু করেছেন নারী মোসাঃ ফাতেমা খানমকে ক্রেস্ট প্রদান করেছেন।