ঝালকাঠি প্রতিনিধিঃ
তীব্র তাপপ্রবাহ থেকে পরিত্রান পেতে বৃষ্টির জন্য ঝালকাঠিতে ইসতিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা।
আজ বুধবার সকাল ১০টায় শহরের পশ্চিম ঝালকাঠি গাবখান ফেরিঘাট জামে মসজিদ মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন আলহাজ্ব মাওলানা মুহাম্মাদ আবু বকর সিদ্দিক। দুই রাকাত নামাজ শেষে সারা দেশে বৃষ্টির জন্য বিশেষ মোনাজাত করা হয়।
শিশু,যুবক,মধ্য বয়সী,বৃদ্ধদের উপস্থিতিতে নামাজ শেষে মোনাজাতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সবার আকুতিতে আমীন আমীন শব্দে চোখের পানিতে এক হৃদয় আকিতি পরিবেশের সৃষ্টি হয়।এছাড়া প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষায় এবং দেশবাসীর কল্যাণ কামনা করা হয়।
গত কদিনে ধরে ঝালকাঠিতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনি¤œ ২৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তীব্র রোদে খেটে খাওয়া মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।