ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে স্থানীয় শিশুপার্ক মাঠে অটিজম শিশুদের নিয়ে আয়োজিত এ প্রতিযোগীতার উদ্বোধন করেন ঝালকাঠি জেলা প্রশাসক আশরাফুর রহমান। এতে দৌড়, চকলেট দৌড়, বেলুন ফাটানো, বালতিতে বল নিক্ষেপসহ মোট ৬টি ইভেন্টে ১৪০ প্রতিযোগী অংশ নেয়। পরে বিজয়ীদের মঝে পুরস্কার বিতরণ করা হয়। ঝালকাঠি জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের এ প্রতিযোগীতার আয়োজন করে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠনে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. কাওছার হোসেন। অন্যান্যের মধ্যে পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. খায়রুল ইসলাম, সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফরন্নেছা, কাঠালিয়া প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাংবাদিক মো. শহীদুল আলম প্রমুখ বক্তব্য রাখেন।