ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় পক্ষকালব্যাপী বিভিন্ন কর্মসূচি নিয়ে শুরু হয়েছে যুব দিবসের উদযাপন। তাদের কর্মসূচির মধ্যে রয়েছে ঋণ বিতরণ, গাছের চারা রোপন ও বিতরণ, পুকুরে মাছের পোনা অবমুক্ত করন, পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন, বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণ উদ্ভোধন। শুক্রবার সকাল ১০টায় দক্ষ যুব গড়বে দেশ বৈশম্যহীন বাংলাদেশ এই সপথ বাক্য পাঠ ও এই বিষয়ের আলোকে আলোচনা সভা যুব প্রশিক্ষণ কেন্দ্রের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে যুব দিবসের এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্ভোধন করেন।
বিশেষ অতিথি ছিলেন পুলিশ উজ্জল কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক কাওসার হোসেন ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন। সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক কে এম নুর উদ্দিন। জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর এই কর্মসূচির আয়োজন করেছেন। আলোচনা সভাশেষে অতিথিরা যুব উন্নয়ন অধিদপ্তরের চত্বরে গাছের চারা রোপন করেন এবং পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।