ঝালকাঠি প্রতিনিধিঃ
বরিশাল বিভাগের নবাগত বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ রায়হান কাওছার জেলার সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত বিভাগীয় কমিশনার সোহরাব হোসেন (যুগ্ম সচিব), পুলিশ সুপার উজ্জল কুমার রায়, সেনাবাহিনীর মেজর শাহারিয়ার, সিভিল সার্জন ডাঃ এইচ জহিরুল ইসলাম, অতিক্তি জেলা প্রশাসক কাওছার হোসেন, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ইমরান শাহারিয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি শাকিলা রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক অন্তরা হালদারসহ জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা এবং জেলা পর্যায়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন। বিভাগীয় কমিশনার জেলা পর্যায়ের কর্মকর্তাদের কাছ থেকে স্ব স্ব বিভাগের সমস্যার কথা শোনেন।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেছেন, চাকুরী জীবনে সৎ ও নিষ্ঠার সাথে কাজ করতে পারলে নিজের কাছে এক নির্মল জীবন উপভোগ করার সুযোগ থাকে এবং অসৎভাবে অর্থ উপার্যন এই পৃথিবীতেই মানুষকে জাহান্নামের জ্বালা দেয়। কিন্তু মানুষ এই জিনিষগুলো বুঝতে পারে না, যখন বুঝে তখন আর কিছু করার থাকে না। তিনি জেলার সকল কর্মকর্তাদের সততার সাথে দৃঢ় মনোবল নিয়ে নিষ্ঠার সাথে কাজ করার আহŸান জানান।
এছাড়াও বিভাগীয় কমিশনার আজ বৃহস্পতিবার ঝালকাঠি সফরে এসে সারাদিন বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। তিনি এই কর্মসূচির পরে কৃষকদের আনন্দ উৎসবে অংশগ্রহণ করে, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের হুইল চেয়ার বিতরণ ও চেক বিতরণ করেন, তিনি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, ভ‚মি অফিস, গাবখান ধানসিড়ি ইউনিয়ন পরিষদ, ছত্রকান্দা আশ্রয়ন প্রকল্প, জেলা পরিষদের নির্মিত বিভিন্ন উন্নয়ন প্রকল্প, কাঠালিয়া উপজেলার ছৈলার চরে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে।