ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের দশনাকান্দা গ্রামে মৃত্যু রশিদ শরিফের স্ত্রী আয়শা বেগমের (৫৫ ) রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৯টায় ঝালকাঠি থানা পুলিশ খবর পেয়ে মৃতুদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
পরিবারের অভিযোগ এই বিধবা নারীর সাথে তার চাচাতো শশুর মালেক শরিফ ও একই বাড়ির জব্বার আলীর সাথে জায়গা জমি নিয়ে পূর্ব বিরোধ ছিল। এই কারণে তাকে বাড়িতে একা পেয়ে বাড়ি থেকে দেড় কিলোমিটার দূরে অন্য একটি বাড়ির বাগানে নিয়ে হত্যা করে ফেলে রেখেছে। মৃত্যু আয়শা বেগমের শরিরে কোন ধরণের আঘাতের চিহ্ন ছিল না। তবে তার জিহŸা বের হওয়া ছিল এবং তার দুই চোখ থেকে রক্ত ঝড়ে ছিল। ধারণা করা হয় স্বাশরোধ করে হত্যা করার কারণে এই ধরণের সিমটম থাকতে পারে বলে পরিবারের অভিযোগ। নিহত আয়শা বেগমের ২ ছেলে ও ১ কন্যা রয়েছে এবং ১২ বছর পূর্বে তার স্বামীর মৃত্যু হয়েছিল।
ঝালকাঠি থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করে লাশ উদ্ধার করেছে। লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে সঠিক কারণ জানা যাবে।