নলছিটি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান হাওলাদার সংবাদ সম্মেলনে প্রচারমাইক ভাঙচুর, প্রচারে বাঁধা ও হুমকি দেয়ার অভিযোগে করেন।
এ ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে আজ ১৭ জুন বৃহস্পতিবার দপদপিয়া এলাকায় সংবাদ সম্মেন করেছেন বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান।
সংবাদ সম্মেলনে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান অভিযোগ করেন, দপিদপিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের কর্মীরা জিরোপয়েন্ট এলাকায় তাঁর প্রচার মাইক ভাঙচুর করে। এছাড়াও নৌকা প্রতীকের প্রার্থী সোহরাব হোসেন বাবুল মৃধা ও তাঁর সমর্থকরা তাকে নির্বাচনী প্রচার কাজে বাধা দেওয়াসহ নানা হুমকি প্রদান করে আসছেন। বর্তমানে তিনি ও তাঁর পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছেন।