ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি সদর উপজেলার জরাজীর্ণ বিআরডিবির গোডাউনটি ভাঙ্গা হচ্ছে এবং এখানে উপজেলা পরিষদের আধুনিক মিলনায়তন নির্মাণ করা হবে। উপজেলা পরিষদ তাদের সমন্বয় সভায় এই জায়গাটি মিলনায়তন নির্মাণের জন্য ব্যবহার করার সিদ্ধান্তের আলোকেই ভাঙ্গা হচ্ছে। তবে বিআরডিবির সদর উপজেলার চেয়ারম্যান পরিতোষ দাসসহ বিআরডিবি কর্মকর্তারা দাবি করেছেন এই ভাঙ্গাটি নিয়মতান্ত্রিকভাবে হচ্ছে না। তারা জানান ভবনটি জরাজীর্ণ হয়ে পরিত্যক্ত হয়ে পড়ে আছে এবং দীর্ঘদিন ব্যবহার না করায় গোডাউনের ছাদে বট গাছের জন্ম হয়েছে। এই ভবনটি বিআরডিবির বর্তমান সময়ে কোন কাজে লাগবে না তবে তাদের দাবী নিয়মতান্ত্রিকভাবে মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে এই ভবনটি ভাঙ্গা আইন সম্মত ছিল।
পাকিস্তান আমলে বিআরডিবির আত্মসামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে এবং তখন এই বিভাগের বহুমূখী কর্মসূচি ছিল। সেকারণেই এই গোডাউন নির্মাণ করা হয়েছিল। এই ভবনটির বয়স প্রায় ৭০ বছর। তৎকালীন সময়ে বিআরডিবি আইআরডিবি নামে পরিচিত ছিল। এই ভবনটি স্বাধীনতার পরবর্তী সময়েও প্রায় ১ যুগ ধরে উপজেলা কৃষি ও অন্যান্য বিভাগের মালামাল রাখার ক্ষেত্রে গোডাউন হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল।