ঝালকাঠি প্রতিনিধিঃ
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ঝালকাঠি জেলা শাখার আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২ টায় জেলা শহরের ফাতেমা কনভেনশন সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার শতাধিক স্বর্ণ ব্যবসায়ী উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজুস কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাসুদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বাজুস স্ট্যান্ডিং কমিটির অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং সদস্য আবু নাসের মোঃ আব্দুল্লাহ, বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক্ট মনিটরিং সদস্য শেখ মোঃ মুসা, বাজুস বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুল আমিন প্রমুখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
মাসুদুর রহমান বলেন, বাজুস গঠনের মাধ্যমে এখন সারা দেশের স্বর্ণ ব্যবসায়ীরা সঠিক ও সু-শৃঙ্খল ভাবে ব্যবসা করছে। সায়েম সোবহানের নেতৃত্বে সারা দেশে স্বর্ণ ব্যবসায়ীরা একটি নিয়মের মধ্যে এসেছেন। বাজুস এখন শুধু দেশেই নয় বিদেশেও প্রশংসিত হচ্ছে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাজুস ঝালকাঠি জেলা শাখার আহবায়ক মোঃ নুরুল আলম ও বাজুস ঝালকাঠি জেলা শাখার সদস্য সচিব মোঃ ইউসুফ হাওলাদারের সঞ্চালনায় মোঃ জাহিদ হাসান, সুব্রত কর্মকার, দেবব্রত কর্মকার গোপাল কর্মকার বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন।