ঝালকাঠি প্রতিনিধিঃ
গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরীতে প্রচার ও প্রচারণা কার্যক্রম পরিচালনায় অংশীজনের সাথে সমন্বয়সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের ও বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয় করণ স্থানীয় সরকার বিভাগ এর আয়োজন করেছে। ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান প্রধান অতিথি ছিলেন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তৌফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় এই প্রকল্পের জেলা ম্যানেজার অক্ষয় সরকার প্রকল্প সম্পর্কে মাল্টিমিডিয়া উস্থাপন করেন। সভায় মিডিয়া কর্মী, যুব উন্নয়ন, ব্র্যাকসহ, বিভিন্ন এনজিও কর্মকর্তা, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধিসহ বিভিন্ন পর্যাযের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
তারা এই কার্যক্রম সক্রিয় করার ক্ষেত্রে বিভিন্ন ধরণের প্রস্তাবনা উপস্থাপন করেন। গ্রাম আদালত এই বছরের নভেম্বর মাস পর্যন্ত ৬০২টি মামলার মধ্যে ৫০১টি মামলা নিস্পত্তি করেছেন এবং ক্ষতিগ্রস্থ পক্ষকে ১৮ লক্ষ ৮১ হাজার টাকা ক্ষতিপূরন আদায় করে দিয়েছে। গ্রাম আদালত স্থানীয় পর্যায় বিরোধ বিবাদ নিষ্পত্তি ব্যাবস্থা ও ন্যায় বিচার সহায়তা করে, গ্রাম আদালতে সবাই অল্প সময়ে সল্পখরচে এবং অতি সহজে প্রতিকার পায়, গ্রাম আদালতে আবেদন দাখিলে কোন ফিস দিতে হয়না এবং গ্রাম আদালত উচ্চতর আদালতের মামলার জট কমাতে সাহয্য করে। এই আদালত ৩ লক্ষ টাকা অধিক মূল্যমানের যে কোন বিরোধ নিষ্পত্তি করার এখতিয়ার রয়েছে। দেওয়ানী ও ফৌজদারী মামালা নিষ্পত্তি করে থাকে।
জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, মানুষ সব কিছু জানে এবং মানুষ এই আদালত থেকে কতটুকু সন্তুষ্টি লাভ করে সেটাই বিবেচ্য বিষয়। কোর্ট ও পুলিশের কাছে মানুষ বিচার চাওয়ার ক্ষেত্রে ছুটা ছুটি করে এবং এতে আর্থিক ও দাবী বিবাধীর মেধ্যে প্রতি হিংসার রূপ বৃদ্ধি পায়। গ্রাম আদালতে এসে মানুষ সহজেই সমাধান পেতে পারে।