ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বঙ্গবন্ধর জন্ম শত বার্ষিকী উপলক্ষে মাদক বিরোধী ফুটবল ম্যাচ এর পর ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৪টায় জেলা ক্রীড়া সংস্থা ও জেলা প্রশাসনের মধ্যে ভলিবল প্রতিযোগীতায় জেলা ক্রীড়া সংস্থা ২-১ সেটে বিজয়ী হয়েছে। খেলা শেষে ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী প্রধান অতিথি হিসেবে পূর্বের অনুষ্ঠিত ফুটবল ও ভলিবল প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরণ করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ সরদার মো. শাহ আলম, পৌর প্যানেল মেয়র তরুণ কর্মকার, জেলা ক্রীড়া অফিসার নরেশ গাইন ও জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল কাদের উপস্থিত ছিলেন।
গত বুধবার একই সময় ফুটবলসহ মাদক বিরাধী এই ম্যাচ শিল্প মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির জননেতা আলহাজ¦ আমির হোসেন আমু এমপি ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ফুট বলে লাল ও সবুজ ২টি দল এই ম্যাচে অংশগ্রহন করেছে। ম্যাচ টি গোল শূন্যভাবে শেষ হয়েছে। জেলা প্রশাসন ও জেলা মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এর আয়োজন করেছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ¦ আমির হোসেন আমু বলেছেন, মাদক বর্তমান সময় জাতিকে ধংস করার দিকে নিয়ে যাচ্ছে। মাদক থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হবে। বাংলাদেশকে মেধা শুন্য করার জন্য পাকিস্থানীরা মুক্তিযুদ্ধের সময় দেশর বরোন্য ব্যাক্তিদেরকে হত্যা করেছে ¦ং এই গোষ্ঠি চক্রান্ত করে দেশের মধ্যে রোহিঙ্গা অনপ্রেবেশ করিয়ে মাদক বিস্তার করছে। খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ড মানুষকে দুরে রাখে এবং এই জন্য খেলাধুলার প্রতি মানুষের আগ্রহ বাড়াতে হবে।