ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে জেলা প্রশাসন ও প্রেসক্লাবের যৌথ উদ্যোগে শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে প্রেসক্লাব মিলনায়তনে গরিব ও অসহায় মানুষের হাতে কম্বল তুলে দেন জেলা প্রশাসক মো. আফরাফুর রহমান ও পুলিশ সুপার উজ্জল কুমার রায়।
এসময় উপস্থিত ছিলেন ঝালকাঠির পৌর প্রশাসক মো. কাওছার হোসেন, প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক আক্কাস সিকদার। শীতকষ্টে কম্বল পেয়ে খুশি শতার্ত নারী পুরুষ।
কম্বল বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আফরাফুর রহমান বলেন, প্রকৃত গরিব ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতের শুরু থেকেই জেলা প্রশাসন কম্বল বিতরণ করে যাচ্ছে। তিনি বৃত্তবানদের শীতার্তদের পাশে দাঁড়ানোর আহŸান জানান।