ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ে প্রাক্তন স্বামী মাইদুল ইসলাম ও তার পরিবারের মা-ভাইবোন হামালা চালিয়ে আহত করেছে সাবেক স্ত্রী তানজিম আক্তার মুন্নি (২৫) এবং তার স্বামী ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন শেষ বর্ষের ছাত্র সাকিব হোসেনকে (২৬)।
এসময় হামলাকারীদের হাতে তানজিম আক্তার মুন্নির মা পারভীন বেগমসহ আরও ২/৩জন আহত হয়েছে। তাদেরকে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। মঙ্গলবার বেলার আড়াইটার সময় এই ঘটনা ঘটে। সাকিব হোসেন জানান, তানজিম আক্তার মুন্নির সাথে ২০১৯ সালে তারুলী গ্রামের মাইদুল ইসলামের সাথে বিয়ে হয় এবং ২০২৪ সাল পর্যন্ত তাদের মধ্যে দাম্পত্য সম্পর্ক ছিল। ২০২৪ সালে ২৯ অক্টোবর তানজিম আক্তার মুন্নি তার প্রাক্তন স্বামীকে ডিভোর্স দিয়ে সাকিব হোসেনকে বিবাহ করে।
এ বিষয়ে মাইদুল ইসলাম অভিযোগ করলে আদালত আপোষ নিষ্পত্তির জন্য উপজেলা সমাজসেবার উপর দায়িত্ব দেয় এবং সমাজসেবা তানজিম আক্তার ও তার স্বামী এবং পরিবারকে একই সাথে প্রাক্তন স্বামী মাইদুল ইসলাম ও তার পরিবারকেও আপোষের জন্য নোটিশ দেয়। সে অনুযায়ী তারা সমাজসেবা কার্যালয়ের এই কর্মকর্তার অফিসে হাজির হয় এবং শালিসের এক পর্যায়ে মাইদুল ইসলাম ও তার পরিবার চরাও হয়ে মুন্নি ও তার বর্তমান স্বামীর পরিবারের উপর হামলা করে বলে মুন্নি আক্তারের স্বামী সাকিব হোসেন জানিয়েছেন এবং বিষয়টি থানা পুলিশকেও অবগত করা হয়েছে।