ঝালকাঠি প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রীর শিক্ষা সহয়তা ট্রাস্ট এর উদ্যোগে শিক্ষা সহায়তা ব্যবস্থাপনা ও উপবৃত্তি বাস্তবায়ন বিষয়ক অনলাইনে ঢাকা থেকে ঝালকাঠি জেলার সাথে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ২টা থেকে বিকাল ৫ টা পযন্ত এই কর্মশালায় ঝালকাঠি জেলার ৪৬জন অংশগ্রহন করেছে।
এর মধ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ২৩ টি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, শিক্ষা বিভাগের কর্মকর্তা ও মিডিয়া কর্মী অংশগ্রহন করেছে। প্রধানমন্ত্রী কার্যালয়ের এই প্রকল্পের পরিচালক ( উপবৃত্তি ) অতিরিক্ত সচিব দেলোয়ার হোসেন, উপপরিচালক শিক্ষা জান্নাতুল ফেরদৌস কর্মশালা পরিচালনা করেন। প্রধানমন্ত্রীর এই শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় বাংলাদেশে ৭২ লক্ষ স্টোক হোল্ডার রয়েছে।
এই সহয়তা ট্রাস্ট এর আওতায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায় উপবৃত্তিসহ গরীব শিক্ষার্থীদের টিউশন ফিস, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য আর্থিক সহায়তা ও কঠিন রোগ আক্রান্ত শিক্ষার্থীদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থ সাহায্য প্রদান করা হচ্ছে। উপপরিচালক জান্নাতুল ফেরদৌস দৃষ্টি আকর্ষন করেন ঝালকাঠি জেলায় চিকিৎসা, ভর্তি জন্য সহায়তার আর্থিক আবেদন নিতান্তই কম। উম্মুক্ত আলোচনায় বেরিয়ে এসেছে শিক্ষা প্রতিষ্ঠান সরকারের এই সহায়তা সম্পর্কে অবগত না থাকায় এই জেলায় গরীব শিক্ষার্থীরা সরকারের এই সহযোগিতা নিতে ব্যর্থ হচ্ছে।
আগামীতে প্রতিষ্ঠান প্রধানরা ওয়াদা করেছেন তাদের প্রতিষ্ঠানের এই ধরনের গরীব ও অসুস্থ শিক্ষার্থীদের সরকারের দেয়া আর্থিক সহায়তা প্রাপ্তির ব্যাপারে আর্ন্তরিকভাবে সহযোগিতা করবেন। প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ে ১০ টি উদ্যোগের মধ্যে শিক্ষা সহায়তা অন্যতম চলমান উদ্যোগ।ঝালকাঠি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক কামাল হোসেন, প্রতিষ্ঠান প্রধানরা, শিক্ষা কর্মকর্তা এবং সাংবাদিক মানিক রায়, শ্যামল সরকার ও হেমায়েত উদ্দিন হিমু উম্মুক্ত আলোচনায় কথী বলেছেন।