ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলার ৪টি উপজেলায় ৩২টি ইউনিয়ন এর মধ্যে ৩১টি ইউপি ও ঝালকাঠি প্রথম শ্রেণির পৌরসভার ২১ জুন নির্বাচন।ঝালকাঠি পৌরসভা ও ঝালকাঠি সদর উপজেলায় বিনয়কাঠি ও নথুল্লাবাদ দুটি ইউপি, নলছিটি উপজেলায় ভৈরবপাশা ও দপদপিয়া ২টি ইউপি, ও রাজাপুর উপজেলায় শুপ্তাগড় ১টি ইউপি নির্বাচনে ইভিএম ব্যবহার করে ভোট গ্রহন করা হবে।শনিবার ইভিএম কেন্দ্রগুলোতে সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পযন্ত মভ ভোট গ্রহন করা হয়েছে।
তবে কেন্দ্রগুলো ঘুরে দেখা গেছে সেখানে ভোটাদের উপস্থিতি নিতান্তই কম ছিল। এই কেন্দ্রগুলোর মধ্যে ঝালকাঠি পৌরসভায় ২২টি কেন্দ্রে ৩৯,৬৩৬ জন ভোটার রয়েছে। এর মধ্যে ১৯,৪৭৬ জন পুরুষ ও ২০,১৬০ জন মহিলা ভোটার রয়েছে। ইভিএম ব্যবহার করে ৫টি ইউপি নির্বাচনের আওতায় ৭৪,৮২৯ জন ভোটার রয়েছে। এর মধ্যে ৩৮,১৮৪ জন পুরুষ ও ৩৬,৬৪৫ জন মহিলা ভোটার রয়েছে।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইভিএম ব্যবহারকারী ৭০টি কেন্দ্রের ৭০ জন প্রিজাইভিং ৩৭১ জন সহকারি প্রিজাইভিং অফিসার ৭৪২ কজন পুলিং অফিসারকে হাতে কলমে ইভিএম ব্যবহারের উপরে দুদিন প্রশিক্ষন দেয়া হয়েছে। এছাড়া প্রতিব্দন্দ্বী প্রার্থীদের পৃথকভাবে ইভিএম ব্যবহারের উপরে প্রশিক্ষন দেয়া হয়েছে। প্রতিব্দন্দ্বী প্রার্থীরা ডেমি ইভিএম তৈরী করে ভোটাদের বাড়ী বাড়ী গিয়ে ব্যবহারের উপরে অবহিত করেছেন। সফল ও সুষ্ঠ করার জন্য জেলার নির্বাচন অফিস ৩১৩ জন প্রিজাইভিং অফিসার ও ১,৫০২ জন সহকারী প্রিজাইভিং অফিসার এবং ৩,০০৪ জন পুলিং অফিসারদের নির্বাচন পরিচালনা বিধিমালা, দায়িত্ব ও কর্তব্য এবং নির্বাচন পরিচালনা বিষয়ে প্রশিক্ষন শুরু করেছে।
বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে ঝালকাঠি সরকারি মহিলা কলেজে দুই দিন ব্যাপি ইভিএম ব্যবহার করে ভোট গ্রহন ঝালকাঠি পৌরসভার ২২টি কেন্দ্রে ও জেলার ৪টি উপজেলার মধ্যে সদর উপজেলার বিনয়কাঠি ও নথুল্লাবাদ ইউপি, নলছিটি উপজেলার ২টি ইউপি ও রাজাপুর উপজেলার একটি ইউপি নির্বাচনে প্রিজাইভিং অফিসার ও সহকারী প্রিজাইভিং অফিসার ও পুলিং অফিসাদের ইভিএম ব্যবহার করার উপরে হাতে কলমে প্রশিক্ষন দেয়া হয়েছে। জেলা প্রশাসক মোঃ জোহর আলী প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ও পৌরসভা নির্বাচনে রির্টানিং অফিসার মোঃ কামাল হোসেন, জেলার নির্বাচন অফিসার অহিদুজ্জামান মুন্সী এবং উপজেলা নির্বাচন অফিসার সারমিন আফরোজ উপস্থিত ছিলেন।