ঝালকাঠি প্রতিনিধিঃ
২০০৯ সালে বিডিয়ার হত্যাকান্ডের পরে এবছরই প্রথমবারের মত প্রবর্তন করা হয়েছে জাতীয় শহীদ সেনা দিবস। ২০০৯ সালের এই দিনে বিডিয়ার হত্যাকান্ডে ৫৭ জন সেনাবাহিনীর চৌকুশ অফিসারসহ ৭৪জনকে হত্যা করা হয়েছিল।
এ উপলক্ষ্যে সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাওছার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান শাহারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক অন্তরা হালদার, অতিরিক্ত পুলিশ সুপার এসপি সার্কেল মহিতুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অন্যদের মধ্যে বিডিয়ার সদস্য মুক্তিযোদ্ধা ফিরোজ আহম্মেদ এবং ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান বক্তব্য রাখেন।