ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠিতে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের ফকিরবাড়ি সড়কে প্রতিবন্ধী বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে ঈদ উপহার তুলে দেন ঝালকাঠি প্রেসক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান।
৫০ জনকে উপহার হিসেবে শিক্ষার্থীকে ঈদের পোষাক ও খাদ্যসামগ্রী দেয়া হয়। উপহার পেয়ে খুশি প্রতিবন্ধী শিশুদের পরিবার।
প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের দাতা সদস্য আজমীর হোসেন তালুকদারের সভাপতিত্বে উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আককাস সিকদার, সহ-সভাপতি আল-আমিন তালুকদার ও সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শফিউল ইজম টুটুল।