ঝালকাঠি প্রতিবেদকঃ
“পুলিশই জনতা,জনতাই পুলিশ” এ শ্লোগানকে সামনে রেখে আইন-শৃঙ্খলা বিষয়ক ঝালকাঠিতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে সদর থানা চত্বরে জেলা পুলিশের উদ্যোগে এ ওপেন হাউজ ডে আয়োজন করা হয়।
অনুষ্ঠানে রাজনীতিবিদ,কমিউনিটি পুলিশ,জনপ্রতিনিধি,সাংবাদিক,গ্রাম পুলিশ,শিক্ষক ছাত্রজনতা সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। এতে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার উজ্জল কুমার রায়।
বিশেষ অতিথি ছিলেন সদর নির্বাহী অফিসার ফারহানা ইয়াসমিন,বিএনপির সদস্য সচিব এ্যাড. শাহাদাত হোসেন,প্রেসক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান। ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মনিরুজ্জামান সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে আইন-শৃঙ্খলার রক্ষায় সমাজ থেকে মাদক ও সন্ত্রাস নির্মূলসহ বিভিন্ন বিষয় নিয়ে অতিথিরা বক্তব্য রাখেন।