ঝালকাঠি প্রতিনিধিঃ
যথাযোগ্য ধর্মীয় মর্যাদা,ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঝালকাঠিতে ঈদের প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদে সকাল সাড়ে ৭.৩০ মিনিটে। মসজিদের খতিব মুফতি গাজী মাওলানা শহিদুল ইসলাম এতে ইমামতি করেন।
একই স্থানে সাড়ে ৮ টায় অনুষ্ঠিত হয় ২য় জামাত। প্রথম জামাতে ঈদের নামাজ আদায় করেন জেলা প্রশাসক আশরাফুর রহমান স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি কর্মকর্তা সহ সর্ব ¯তরের মানুষ এখানে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে দেশ ও জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে মোনাজাত করা হয়। পরে একে অপরের কুশল বিনিময় করেন সালামের মাধ্যমে।
এছাড়া নেছারাবাদ মাদ্রাসা, পুলিশ লাইন, উপজেলা পরিষদ সহ জেলার পাঁচ শতাধিক জামে মসজিদ ও ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।