ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা তথ্য অফিসের উদ্যোগে গত ০১.০৩.২০২৫ খ্রিস্টাব্দ বিকেলে ঝালকাঠি শহিদ স্মরণী সড়কের নতুনচর সংলগ্ন মাঠে নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
ঝালকাঠি পৌর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও নারী নেত্রী জনাব হামিদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত নারী সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে (ভার্চুয়ালি) বক্তব্য রাখেন জনাব ফাহিমা জাহান, উপপরিচালক (মাঠ প্রচার), গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার জনাব লেলিন বালা।
জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী জনাব মোঃ জাকির হোসেনের সঞ্চালনায় আয়োজিত নারী সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক ও কবি জনাব পশাল রায়, আরটিভির জেলা প্রতিনিধি জনাব জহিরুল ইসলাম জলিল, কলতান শিল্পগোষ্ঠীর পরিচালক জনাব সুভাষ চন্দ্র বিশ্বাস, শিক্ষক অনিতা বিশ্বাস প্রমূখ।
নারী সমাবেশে বক্তারা বাল্যবিবাহ ও যৌতুক, মাদকের ভয়াবহতা, মানবপাচার, কিশোর গ্যাং ও ইভটিজিং, সন্ত্রাস ও নাশকতা , গুজব ও অপপ্রচার ও সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহার ইত্যাদি বিষয় আলোচনা করেন । নারী সমাবেশে প্রায় দুইশতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন ।