ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও টিআইবির যৌথ আয়োজনে ঝালকাঠিতে নারী দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন জেলা প্রশাসক আশরাফুর রহমান, বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অন্তরা হালদার। এছাড়াও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সত্যবাণ সেনগুপ্ত, দেশ বাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান মিজানুর রহমানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, উদ্যোক্তা ও সচেতন নাগরিকবৃন্দ।
জাতিসংঘ ঘোষিত এ বছরের প্রতিপাদ্য “ “অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন”এই আদর্শকে ধারণ করে আলোচনা সভায় নারীর অধিকার, অর্থনৈতিক সক্ষমতা ও কর্মসংস্থানে অন্তর্ভুক্তির বিষয়ে আলোচনা করা হয়। কর্মজীবী নারীদের জন্য কর্মস্থলে ডে কেয়ার সেন্টার স্থাপন, ব্রেস্ট ফিডিং কর্নার, আলাদা নামাজ ও প্রার্থনার স্থান নিশ্চিতকরণসহ নারীর গৃহস্থালি কর্মের যথাযথ মূল্যায়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।