ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামীলীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার সূর্যোদয়ের সাথে সাথে শহরের থানা সড়কের টাউনহলস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
পরে জেলা আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনগুলো সকাল ১০ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে পুষ্পার্ঘ অর্পণ করে। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির,সহ-সভাপতি মো. সালাউদ্দিন আহম্মেদ সালেক,পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক তরুন কর্মকার, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল,সদস্য আবু সাইদ খান,উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবদুর রশিদ হাওলাদার,সাধারণ সম্পাদক হাফিজ আলমাহমুদ,জেলা যুবলীগের আহবায়ক রেজাউল করিম জাকির প্রমুখ।