ঝালকাঠি প্রতিনিধিঃ
আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে ঝালকাঠি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে দিনব্যাপী ”জাতীয় প্রবাসী মেলার” অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ঝালকাঠি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এ মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন। দিবসটি উপলক্ষে টিটিসি চত্তরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মেলায় সর্বোচ্চ রেমিন্ট্যান্স সংগ্রহকারী আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক ও ৪ জন সর্বোচ্চ রেমিন্ট্যান্স গ্রহণকারীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে টিটিসির অধ্যক্ষ প্রকৌশলী শামীম হোসেনের সভাপতিত্বে এতে অন্যান্যর মধ্যের বক্তব্য দেন,অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান, প্রেসক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান,সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার মোস্তাফিজুর রহমান, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুলসহ আরো অনেকে।
মেলায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, কর্মসংস্থান ও জনশক্তি অফিস,বেসরকারি উন্নয়ন সংস্থাসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান ১৮টি স্টলের মাধ্যমে অংশ নেন। অংশগ্রহণকারীদের পক্ষ থেকে মেলায় আগতদের বিদেশ যাওয়ার পূর্বে এবং পরে প্রয়োজনীয় পদক্ষেপ সমূহের ধারনা দেয়া হয়।